আমি ছোট বেলা থেকে লেখাপড়া করে এসেছি কখনো উপন্যাস কখনো আবার নানা গল্পঃ।আমার নিজের একাকীত্ব সময়ে সবসময় সঙ্গ দিয়েছে এই বইগুলো।আমার জীবনে কখনো এমন কোনো প্রেম আসে নাই যাকে দিয়ে বিশ্বাস করবো।ছেলেদের যে রকম চাহিদা আমি মোটেও সে রকম নোই।আমার কাছে প্রেম মানে অনুভূতি, যাকে ধরা জানা , ছুঁয়া যায় না,শুধুই অনুভব করা যায়।সেখানে এখন কার ছেলেমেয়ে দের প্রেম নাকি ফ্রেম আমি বুঝি না।প্রেম মানে যা বুঝানো হয় হাত ধরাধরি,কিস করা, হাক করা আরও কত কি সে সব কথামুখে আনা লজ্জা।কিন্তু কবিতা উপন্যাস যে হাজার মাইল দূরে থেকেও যে ভালবাসা যায়,কারো প্রেমে পড়া যায়, এগুল কি সব মিথ্যা? কি