১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন।প্রথমবারের মতো ঢাকা রাজধানী হওয়ার মযাদা লাভ করে।তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নাম রাখেন জাহাঙ্গীর নগর।তবে পরবতীতে মুঘলদের পতন হলে ১৯০ বছর ঢাকা ব্রিটিশ শাসনাধীন থাকে।পরবতীতে ১৯৪৭ সালে দেশ ভাগ হলে ঢাকা পূব বঙ্গের রাজধানী হিসেবে পাকিস্তানের অন্তগত হয়।১৯৫৬ সালের ২৩ মাচ ঢাকাকে পূবপাকিস্তানের রাজধানী হিসেবে মযাদা দেওয়া হয়।এরপরে বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী ঢাকাকে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজধানী হিসেবে ঘোষনা দেওয়া হয়।