কোন প্রতিবেশীর ঘর যখন দেখি সব জানালা দরজা কালো পর্দা দিয়ে ঢাকা, দক্ষিণ পশ্চিমের ছোট্ট বারান্দার পশ্চিমের অংশ কাপড় দিয়ে ঘেরা এমনকি গ্রীলের উপর দিকে খালি অংশটুকু কাপড়ের টুকরো দিয়ে ঠাসা যেন পশ্চিমা বায়ু শরীরে লাগলে বিচুটি হবে। কখনো মনে হয় ভীতিকর পরিবেশ একটি শয়তানিক আবহ। তান্ত্রিক সাধনা করতেও পারেন।
প্রতিবেশী(নি) দুই জন ৪৫ ও ২৫ এর মত বয়স খুব একটা লোক জনের সাথে মেশেনা, প্রায় অসামাজিক নিজের আয়ের উৎস গোপন করেন বিবিহিত বিস্তারিত কিছু বলেন না। তবে দেখেছি কিছু লোকজন আত্মীয়স্বজন মাঝে মাঝে আসে।
এসকল প্রতিবেশির সাথে বন্ধুত্ব উচিৎ কিনা। তান্ত্রিক সাধনা করেন বলে সাংক্রক ব্যাধির বিস্তার ঘটান কিনা?