পৃথিবীতে মানুষ পাচারের জন্য সবচেয়ে বিখ্যাত এবং কুখ্যাত রুট হলো ভূমধ্যসাগর। অর্থনৈতিক দিক দিয়ে উন্নত ইউরোপে অবৈধ উপায়ে প্রবেশের অন্যতম পথ এ ভূমধ্যসাগর। যেটা পাড়ি দিতে পারলেই ইতালি হয়ে প্রবেশ করা যাবে ইউরোপের যে কোনো দেশে। ছোটো নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেয়া ঝুঁকি জেনেও অনেক মানুষ একপ্রকার বাধ্য হয়েই সেই পথে পা বাড়ায়। পুরো ভূমধ্যসাগর জুড়েই প্রায়শ অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় অনেক মানুষের সলিলসমাধি ঘটে। তাই ভূমধ্যসাগর এখন বিশ্ববাসীর কাছে এক দুঃখের সাগর।