বাংলাহাব নামকরনটা আসলে এসেছে “Hubpage” নামক ওয়েব সাইট থেকে। হাব পেজ হল এমন একটা ওয়েব সাইট যেখানে যে কোন ইউজার একাউন্ট খুলে লেখা পাবলিশ করে থাকে। আর লেখা ভালো হলে তারা গুগোল এডসেন্স এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারে। এটা একটা স্যোসাল লেখক প্লাটফর্ম এর মত।
মূলত সেখান থেকেউ চিন্তাভাবনাটা শুরু। যেহেতু আমি বাংলাদেশ নিয়ে, বাংলা ভাষা নিয়ে কাজ করতে চাই সেহেতু ”বাংলাহাব” নাম করনটা আমার কাছে যতার্থ মনে হয়েছে। এখানে ”বাংলা” মানে বাংলাভাষা বা দেশ বোঝানো হয়েছে আর "হাব" হল ইংরেজী "Hub" আর বাংলায় যার অর্থ হল ”চক্রকেন্দ্র” বা কোন কিছুর কেন্দ্র বুঝায়।