এক কথায় উত্তর হল ইংরেজি শেখা দরকার। চলুন কেন দরকার জানা যাক।
ভাবুন তো আপনি যদি অন্ধকার ঘরে একা বসে থাকেন ভালো লাগবে? নিশ্চয় না।
সেরকম আমরাও অন্য সবার সঙ্গে বিরূপ হয়ে শুধু নিজের দেশে থাকতে পারি না। সব দেশে মোর ঘর আছে সেই দেশ আমি লবো বুঝিয়া। এটা মহাপুরুষের কথা। আবার আমরা শুধু নিজের কথা ভাবলাম অন্যেরা নরকে যাক সেটা করলে হবে না। এরকম ভাবে জানা ও বোঝার জন্যেও সবার ভাষা শিখে মিলেমিশে থাকতে হবে।
আর সব ভাষা তো আমদের শেখা সম্ভব নয় তাই একটা আন্তরজাতিক ভাষা যে ভাষায় বেশি লোক কথা বলে ( এখন ইংরেজি) এরকম ভাষা শিখতে হবে তবেই না আমরা সবাই সবাইকে জানতে পারবো।
এছাড়া আমরা দেখেছি ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ইংরেজদের ইংরেজি ভাষা ভারতীয়দের শেখার জন্যই ভারতের জনগণ একই ছাতার তলে হতে পেরেছিল।