মার্ক টোয়েন লেখক হিসেবে বেশ পরিশ্রমী এবং জ্ঞানী ছিলেন। কিন্তু তার কিছু স্মৃতিচারণ থেকে মনে হয় তার স্মৃতিভ্রম ছিলো, কারন অতীতের ঘটনাগুলোকে তিনি গুলিয়ে ফেলেছেন অনেক সময়। তেমনই একটা ঘটনার সূত্র ধরে প্রথম টাইপরাইটারে লেখা বইয়ের নাম বদলে গেছে।
১৮৭৪ সালে স্যামুয়েল ক্লিমেন্স ওরফে মার্ক টোয়েন তার রেমিঙটন টাইপরাইটারটি কেনেন। ১৮৭৫ সালে টাইপরাইটার নিয়ে তার অসুবিধা সম্পর্কে জানিয়ে রেমিঙটন কোম্পানিকে চিঠি লেখেন। দুবার চিঠির সাথে তিনি টাইপরাইটারটিও পাঠিয়ে দেন। অর্থাৎ ক্লিমেন্স টাইপরাইটারে লিখতে স্বাচ্ছন্দ বোধ করতেন না।
১৮৭৫ এর এই ঘটনার পর ১৮৭৬ সালে The Adventure of Tom Sawyer প্রকাশিত হয়। সেটার পাণ্ডুলিপি মোটেও টাইপ করা ছিলো না সেটা হাতে লেখা ছিলো।
১৮৮৩ সালে প্রকাশকের কাছে Life on the Mississippi বইটির টাইপ করা পাণ্ডুলিপি পৌছায়। তবে সেটা ক্লিমেন্স নিজে টাইপ করেননি আরেকজনকে দিয়ে টাইপ করিয়েছিলেন। আর এটাই বিশ্বের সর্বপ্রথম টাইপরাইটারে লেখা কোনো বইয়ের পাণ্ডুলিপি।
১৯০৪ সালে ক্লিমেন্স তার বায়োগ্রাফিতে লিখেছেন ১৮৭৪ সালে উনি একজনকে দিয়ে টম সয়ার টাইপ করিয়েছিলেন। এই তথ্যটি ভুল ছিলো, উনি টাইপ করার ঘটনাটি গুলিয়ে ফেলেছিলেন।
বেশ কিছু পত্রিকা The Adventure of Tom Sawyer কে প্রথম টাইপরাইটারে লেখা বই হিসেবে দাবি করলেও Life on the Mississippi ই হলো সেই প্রথম বই।