প্রকৃতির অপূর্ব লীলাভূমি সুন্দরবন। এটি বাংলাদেশ ও ভারতের ১০০০০ বর্গ কিলোমিটারের অধিক উপকূলীয় অঞ্চল জুড়ে বিস্তৃত।সুন্দরবনের ৬০১৭ বর্গ কিলোমিটার বাংলাদেশে এবং বাকি অংশ ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত।
বাংলাদেশের চারটি জেলার উপকূলজুড়ে জালের মতো সুন্দরবন ছড়িয়ে আছে।সেগুলো হচ্ছে সাতক্ষীরা,খুলনা,বাগেরহাট,বরগুনা।
সুন্দরবন কেন্দ্রিক পর্যটন কেন্দ্র গুলোর অনেকটা গড়ে উঠেছে সড়কপথে সুন্দরবন দর্শনকে ঘিরে। নদীর একপাশে সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগারে বসবাস, নদীর অপর পাশ দিয়ে সড়ক পথ। সে যেন অ্যাডভেঞ্জারময় অপূর্ব এক পথচলা। কিছু সময়ের জন্য আপনি নিজেকে ব্যেয়ার গ্লিস ভাবলেও খুব একটা ভুল করবেন না।