একমাত্র ডিজিটাল দ্বীপ -মহেশখালী। এই দ্বীপে ইতোমধ্যে দেওয়া হয়েছে গিগা মাইক্রোওয়েভ সংযোগ। আর তাই সাধারণ জ্ঞানে নতুন আরেকটি প্রশ্নের উত্তর হল এই গিগা আইল্যান্ড মহেশখালী।
গত কয়েক বছর ধরে দেখা গেছে একটি শীর্ষ-মাইক্রোওয়েভ প্রযুক্তি টাওয়ারের ফলে ‘গিগা আইল্যান্ড’ মহেশখালী বিকশিত হয়েছে। এই প্রযুক্তিতে এখানকার বাসিন্দারা ১০০ এমবিপিএসেরও বেশি গতিসম্পন্ন ইন্টারনেট সুবিধা পাচ্ছেন। দেশের কোথাও বর্তমানে এমন দ্রুতগতির ইন্টারনেট সুবিধা নেই। বর্তমান সরকার তথ্য প্রযুক্তির সেবা গ্রামের তৃনমূল পর্যায়ে পৌঁছে দেয়ার লক্ষ্যে পাইলট প্রকল্প ডিজিটাল আইল্যান্ড হিসেবে মহেশখালী দ্বীপকেই বেছে নিয়ে ক্রমান্বয়ে বিভিন্ন ক্ষেত্রে ই-সেবা নিশ্চিত করছে।