হ্যাঁ। করোনা ভাইরাস মানুষকে বড় ধরণের শিক্ষা দিয়ে গেল। বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে মানুষ খুবই উদাসিন। মানুষ যদি সাবধান-সচেতন এবং নিয়মতান্ত্রিক ভাবে চলাফেরা করে তবে করোনার মতো বড় ধরনের মারাত্বক ভাইরাসও রোধ করা সম্ভব। কোভিড খুবই ছোঁয়াছে একটি ভাইরাস। যা ২ মিটারের মধ্যে যে কোন মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পারে। যদি সে মুখোশ না পরে। মানুষ এখন প্রয়োজনের অতিরিক্ত সময় বাইরে থাকেনা। সোশ্যাল গেদারিং বা দূরত্ব বজায় রাখে। চলাফেরার সময় মুখোশ পরে এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকে।