শয়তান মানুষের বড় শএু। শয়তান সিজদা না করার কারনে জান্নাত থেকে বিতাড়িত হয়েছিলেন, তাই শয়তান কোনো ভাবেই চায় না মানুষ আল্লাহ রাব্বুল আলামীন কে সিজদা করুক। সিজদায় একমাএ জায়গা যেখানে মানুষ তার প্রতিপালকের নিকটবর্তী হয়।
নামাজে মনোযোগী হবার উপায়----
১. প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।
কেউ মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারবে না। তাই আপনি যখন নামাজে দাঁড়াবেন তার আগে চিন্তা করবেন হয়তো এটাই আমার জীবনের শেষ নামাজ,,যখন সিজদা করবেন মনে মনে ভাববেন এটাই হয়তো আমার জীবনের শেষ সিজদা আর হয়তো মালিককে সিজদা দিতে পারবেন না।
এই একটা চিন্তায় আপনাকে নামাজে মনোযোগী করতে বাধ্য বলে আমি মনে করি।
২.যখন নামাজে দাঁড়াবেন মনে মনে ভাববেন আপনি আল্লাহকে না দেখতে পেলে ও আল্লাহ আপনাকে ঠিকই দেখছে।
মানুষ তো সামান্য পাশে কেউ থাকলেই সে তাকে দেখছে ভেবে অনেক সুন্দর করে নামাজ পড়ে।( প্লিজ কাউকে দেখানোর জন্যে না মালিককে সন্তুষ্ট করার জন্যেই নামাজ পড়ুন)।
যেখানে আপনার আমার মালিক আপনার নামাজ দেখছে সেখানে আপনি সুন্দর করে নামাজ পড়বেন না কেনো...
৩. আমরা অনেকেই কুরআনের বিভিন্ন সুরার অর্থ জানি না,,আপনি নামাজে যে সুরা গুলো পড়বেন সেগুলোর অর্থ ভালোভাবে জেনে নিন। দেখবেন যখন নামাজে পড়বেন তখন আর অন্যদিকে মনোযোগ যাবে না।
৪.আল্লাহ কে ভয় করেন।
আশা করি আপনি আপনার উওর পেয়েছেন।
ধন্যবাদ।