আমার ধারনা মতে, জীবন এর সাংকেতিক রূপ হলো একটি বৃওের মাঝখানে একাধিক প্রশ্ন যেমন আমরা সৃষ্টিকর্তা স্বরূপ বেচে আছি একসাথে বেচে থাকব বলে ।তারপরও আমরা এখনো একেঅপরের সাথে নানান ভাবে যুক্ত আছি। ফেলে যেতে পারিনা ।এতে আমরা আনন্দও পাই ।সবাই চক্রাকারে কোনো না কোনো ভাবে যুক্ত । কিন্তু প্রশ্ন হলো যুক্ত থাকলেও কেন আমরা অপরের ক্ষতি চাই ।মানুষ হিসেবে কত অমানুষিক অত্যাচার চালাই সৃষ্টির উপর। কিন্তু কেন ? শত প্রতিকূলতা সত্বেও আমাদের এগিয়ে নিতে নিজেদেরকে ।জানতে হয় প্রশ্নের মানে গুলো।এটাই জীবন ।এটাই বাস্তব। ধন্যবাদ।