কবিতা হল একটা বিশেষ ভাব প্রকাশ মাধ্যম যাতে কারো মনোযোগ টানার ইচ্ছায় ছন্দের সাহায্যে মনের ভাব, নিজের আবেগ, ঘটনার বর্ণনা করা হয়। আরেক ভাষায় কবিতা হচ্ছে শ্রুতিনান্দনিক শব্দের সমন্বয়ে তালে ও প্রায়শঃ ছন্দে বিন্যস্ত আবেগঘন বিশেষ অর্থপ্রকাশক কথন বা লেখন।
সংজ্ঞায় বলা হচ্ছে -
১. কবিতা শ্রুতি-সৌন্দর্যসম্পন্ন শব্দে তৈরি,
২. কবিতার মধ্যে রিদম বা তাল থাকে,
৩. কবিতার মধ্যে প্রায়শঃ ছন্দ থাকে কিন্তু থাকবেই হবে এমন বাধ্যতা নেই,
৪. কবিতার মধ্যে গভীর আবেগ থাকে
৫. কবিতা শাব্দিক অর্থ অতিক্রম করে একটি বিশেষ অর্থ নির্দেশ করতে পারে।