ছন্দে ছন্দে আহসান হাবীব এর সমস্ত কাব্যগ্রন্থ, উপন্যাস, শিশুতোষ গ্রন্থ ও পুরস্কার:
কাব্যগ্রন্থ:
কবি ও সাংবাদিক আহসান হাবীব রাত্রিশেষ হওয়ার সাথে সাথেই ছায়াহরিণ নিয়ে সারাদুপুর ধরে আশায় বসতি নির্মাণ করলেন।তারপর দুই হাতে দুই আদিম পাথর নিয়ে মেঘের সাথে চৈত্রে যাওয়ার জন্য প্রেমের কবিতা রচনা করলেন। হঠাত্ সামনে রাখা এক বিদীর্ণ দর্পণে মুখ দর্শন করতেই তিনি আঁতকে উঠলেন ।
কাব্যগ্রন্থের নাম:
রাত্রিশেষ
ছায়াহরিণ
সারাদুপুর
আশায় বসতি
প্রেমের কবিতা
দুই হাতে দুই আদিম পাথর
মেঘ বলে চৈত্রে যাবো
বিদীর্ণ দর্পণে মুখ
উপন্যাস:
ব্যথিত হৃদয়ে জাফরানী রংয়ের পায়রা নিয়ে রানী খালের সাঁকো পার করে অরণ্যে অপেক্ষারত নীলিমা'র কাছে গেলেন।
উপন্যাসের নাম:
জাফরানী রং পায়রা
রানী খালের সাঁকো
অরণ্যে নিলীমা
শিশুতোষ গ্রন্থ:
যেথা ছুটির দিন দুপুরে ছোটদের পাকিস্তান হাতে নিয়ে বৃষ্টিপড়ে টাপুর টুপুর নামক গান গাইতে শুরু করেন ।
শিশুতোষ গ্রন্থের নাম:
ছুটির দিন দুপুরে
ছোটদের পাকিস্তান
বৃষ্টিপড়ে টাপুর টুপুর
পুরস্কার:
সেই গানই তাঁকে এনে দিল বাংলা একাডেমী পুরস্কার(১৯৬১) ।তারই সাথে এলো একুশে পদক(১৯৭৮)।
-