#জানুয়ারি_মাসের_সাম্প্রতিক পর্বগুলো এক পোস্টে #১১০টি প্রশ্নোত্তর
০১| বর্তমানে দেশি কাপড় তৈরিতে দেশের শীর্ষ জেলা কোনটি?
®___নরসিংদী
০২| বর্তমানে BRAC পৃথিবীর কতটি দেশে কার্যক্রম চালায়?
®___১১টি দেশে
০৩| বিদেশে বাংলাদেশের স্থায়ী মিশন রয়েছে কতটি?
®___২টি(যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে)
০৪| বর্তমানে দেশে নিয়ন্ত্রিত ফসল কতটি?
®___৬টি(ধান,গম,পাট,আখ,মেস্তা, ও কেনাফ)কেনাফ উন্নতজাতের পাট
০৫| বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে কতটি ড্রিমলাইনার রয়েছে?
®___৬টি(সর্বশেষ সোনার তরী ও অচিন পাখি)
০৬| ড্রিমলাইনারগুলোর নামকরণ কে করেন?
®___প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা
০৭| বিমান বাংলাদেশের বহরে মোট বোয়িং বিমান রয়েছে কতটি?
®___১২টি
০৮| অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত?
®___২০২১-২০২৫ পর্যন্ত
০৯| শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হবে?
®___খুলনায়
১০| শেখ হাসিনা মেডিকেল কলেজ কোথায় অবস্থিত?
®___হবিগঞ্জ, সিলেট
১১| বাংলাদেশের ৭ম ব্যাংক নোট হবে কত টাকার?
®___২০০ টাকার
১২| সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে কতজন বাংলাদেশি নির্বাচিত হন?
®___৪ জন
১৩| ১৯ সেপ্টেম্বর ২০১৯ থেকে পরবর্তী ৩ বছরের জন্য কোন ফসলকে অনিয়ন্ত্রিত ফসল ঘোষণা করা হয়?
®___আলুকে
১৪| ভারতীয় নাগরিকত্ব আইন কার্যক্রর হয় কবে?
®___৩০ ডিসেম্বর ১৯৫৫ সালে। এ আইনকে সংশোধন করে নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভারতের সংসদে পাস হয় এবং কার্যক্রর হয় ১২ডিসেম্বর ২০১৯।
১৫| পৃথিবীর কোন দেশটির বিশ্বজুড়ে দূতাবাস ও কূটনীতিবিদ বেশি?
®___চীনের। ৯৬টি ও ২৭৬ জন
১৬| আন্তর্জাতিক গণিত দিবস কবে?
®___১৪ মার্চে
→চা দিবস ৪ ডিসেম্বর
১৭| আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে?
®___১০ডিসেম্বর
১৮| বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কোনটি?
®___জাপান
১৯| মার্কিন সাময়িকী"টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব-২০১৯" কে?
®___গ্রেটা থানবার্গ
২০| যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচন হবে কবে?
®___৩ নভেম্বর ২০২০
২১| "Power of Siberia" কী?
®___চীন ও রাশিয়ার মধ্যে চালুকৃত বিশ্বের দীর্ঘ গ্যাস পাইপলাইন।
২২| যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করবে কবে?
®___৪ নভেম্বর ২০২০ এ
২৩| ৩০তম ন্যাটো(NATO) সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
®___৩-৪ডিসে.২০১৯ যুক্তরাজ্যে
২৪| প্রথম Global Refugee Forum কবে কোথায় অনুষ্ঠিত হয়?
®___১৬-১৮ডি.২০১৯ সুইজারল্যান্ডে
২৫| মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
®___বুরুন্ডি
২৬| WTO এর ১২তম সম্মেলন কোথায় হবে?
®___৮-১১ জুন ২০২০ এ। নুরসুলতান
২৭| ২০১৮-১৯ এ মাথাপিছু GDP কত?
®___১৮২৮ মা.ড.
®___মাথাপিছু আয় ১৯০৯ মা.ড
২৮| GDPতে(২০১৮-১৯) সেবা,শিল্প ও কৃষি খাতের অবদান কত?
®___৫১.৩৫%, ৩৫.০০%, ১৩.৬৫%
২৯| ২০১৯ এ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশ কততম?
®___৩১তম
৩০| ২০১৮-১৯ এ GDPতে প্রবৃদ্ধির হার কত?
®___৮.১৫%
৩১| বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনূদিত হয়েছে?
®___১৩টি(সর্বশেষ ইতালির আন্না কোক্কিয়ারেল্লা)
৩২| বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কত সালে প্রথম প্রকাশিত হয়?
®___২০১২ সালে
৩৩| জাতিসংঘ ঘোষিত ২০২০ সালের বর্ষ কী?
®___International Year of Plant Health.
৩৪| বর্তমানে বিশ্বের সর্ব কনিষ্ঠ প্রধানমন্ত্রী কে?
®___সানা মেরিন(৩৪) ফিনল্যান্ড
৩৫| সর্বশেষ প্রকাশিত দুর্নীতি প্রতিবেদনে বাংলাদেশ কততম?
®___১৪তম
৩৬| ১ জানুয়ারি ২০২০ এ কোন দেশ ওপেক থেকে সদস্যপদ প্রত্যাহার করে?
®___ইকুয়েডর
৩৭| ২০১৯ সালের মানব উন্নয়ন প্রতিবেদন বাংলাদেশ কততম?
®___১৩৫তম
শীর্ষে নরওয়ে, সর্বনিম্নে নাইজার
৩৮| গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
®___হংকং
৩৯| বর্তমানে দেশে দারিদ্র্যের হার কত?
®___২০.৫%(চরম ১০.৫)
পূর্বে ছিল ২১.৮%
৪০| বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি কে?
®___জয়া চাকমা
৪১| কাসেম সোলাইমানি হত্যায় মার্কিন ড্রোনের নাম কী?
®___চালকবিহীন MQ-9 রিপার
৪২| বিশ্বের প্রাচীনতম রাজনৈতিক দলের নাম কী?
®___ডেমোক্র্যাট
৪৩| দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশ কততম?
®___২য়
৪৩| উদীয়মান অর্থনীতির সূচকে বাংলাদেশ কততম?
®___৩৪তম(ভারত ৬২)
৪৪| সম্প্রতি ভয়াবহ আগুন ও তাপপ্রবাহে জাতীয় সংকটের মুখোমুখি দেশ?
®___অস্ট্রেলিয়া
৪৫| ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান কতটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে?
®___২২টি
৪৬| জেনারেল সোলাইমানি প্রধান ছিলেন কোন ফোর্সের?
®___কুদস ফোর্সের(ইরানের ২য় সর্বোচ্চ নেতা)
৪৭| হরমুজ প্রণালি সংযুক্ত করেছে?
®___ইরান ও সংযুক্ত আমিরাত
৪৮| হরমুজ প্রণালি নিয়ন্তণ করে?
®___ইরান
৪৯| বিশ্বের দ্বিতীয় তেল রপ্তানীকারক ব্যস্ত প্রণালির নাম?
®___হরমুজ প্রণালি
৫০| ইরানের পররাষ্ট্রমন্ত্রীর নাম?
®___জাভেদ জারিফ
৫১| "ব্র্যাক" প্রতিষ্ঠিত হয় কবে?
®___১৯৭২ সালে
(নোট রমজান)
৫২| ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকা-১৯ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কততম?
®___২৯তম
৫৩| বর্তমানে নির্মিতব্য সবচেয়ে বড় ইউরিয়া সার কারখানা কোনটি?
®___পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি
৫৪| বর্তমানে বাংলাদেশের নদীবন্দরের সংখ্যা কতটি?
®___৩৩টি
৫৫| বর্তমানে দেশে পৌরসভা কতটি?
®___৩২৮টি
৫৬| ন্যাটো প্রতিষ্ঠিত হয় কবে?
®___১৯৫৯ সালে
৫৭| কপ-২৫ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
®___মাদ্রিদ,স্পেন
৫৮| কপ-২৬ সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হবে কোথায়?
®___গ্লাসগো, স্কটল্যান্ড
৫৯| বিশ্বের হলুদ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
®___ভারত
৬০| বিশ্বের হলুদ উৎপাদনে বাংলাদেশ কততম?
®___২০
৬১| সম্প্রতি জার্মান গবেষণা সংস্থার প্রকাশিত ই-কমার্স সূচকে বিশ্বে বাংলাদেশ কততম?
®___৪৬তম
৬২| প্লাস্টিক ব্যবহারে শীর্ষ দেশ?
®___চীন
৬৩| "COD" পূর্ণরূপ কী?
®___Cash On Delivery
৬৪| আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা "নাসা"প্রথম কত সালে মঙ্গলগ্রহে মানুষ পাঠাচ্ছে?
®___২০৩০ সালে(১৩ জন)
৬৫| "মুজিববর্ষ?
®___২০২০-২০২১
৬৬| নাসার প্রথম নভোচারী দলের নাম কী?
®___মারকুরি-৭
৬৭| পদ্মাসেতুর কাজ শেষ হয়েছে?
®___প্রায় ৯০%(২২ টি স্প্যান ৩৩০০ মিটার)
৬৮| বর্তমানে মাথাপিছু জাতীয় অায়ে শীর্ষ দেশ কোনটি?
উত্তর→সুইজারল্যান্ড,ক্রয়ক্ষমতায় শীর্ষে কাতার, GDP ও GNI তে শীর্ষে যুক্তরাষ্ট্র
৬৯| AIIB এর বর্তমান সদস্য দেশ?
®___৭২টি
৭০| বর্তমানে দেশে স্থলবন্দর কতটি?
®__২৪টি(২৪তম ভোলাগঞ্জ)
(সিলেট জেলায় ৩টি স্থলবন্দর আছে)
___নোট রমজান
৭১| বাংলাদেশ থেকে কতটি দেশে মৎস্যজাত পণ্য রপ্তানি করা হয়?
®___৫০টি
৭২| বুগেনভিলের রাজধানীর নাম?
®__বুকা
৭৩| আলোচিত বুগেনভিল কোন দেশের উপনিবেশ বা প্রদেশ?
®___পাপুয়ানিউগিনি
৭৪| দেশে সরকারি টিভি চ্যানেল কতটি?
®___৪টি(বেসরকারি চলমান ৩০টি)
মোট বেসরকারি টিভি ৪৪টি(সূত্র বাংলাদেশ প্রতিদিন পত্রিকা)
৭৫| বর্তমানে বিশ্বের শীর্ষ ধনি?
®___জেফ বেজোস(২য়তে বিল গ্রেটস)
৭৬| সম্প্রতি চীনে প্রাদুর্ভাব দেখা দেওয়া রোগের নাম কী?
®___করোনা ভাইরাস
৭৭| চীনের কোন কোন শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে?
®___সবচেয়ে জনবহুল উহান শহরে
৭৮| ই-পাসপোর্ট ব্যবহারে বিশ্বে বাংলাদেশ কততম?
®___১১৯তম
৭৯| ই-পাসপোর্ট ব্যবহারে দ.এশিয়ায় বাংলাদেশ কততম?
®___প্রথম
৮০| পাসপোর্ট রুলস আইন প্রণয়ন হয় কত সালে?
®___১৯৭৪ সালে
৮১| ই-পাসপোর্ট প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ব্যয় কত?
®___সাড়ে চার হাজার কোটি টাকা+
৮২| ই-পাসপোর্ট কতটি নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে?
®___৩৮টি
৮৩| বাংলাদেশে পাসপোর্ট ব্যবস্থা প্রথম প্রবর্তন করেন কে?
®___বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে
৮৪| ই-পাসপোর্টের মেয়াদ হবে?
®___১৮ বছরের নিচে থেকে ৬৫ বছরের ঊর্ধ্বে ৫ বছর এবং ১৮ বছরের উপরে থেকে ৬৫+ হবে ১০ বছর(পৃষ্ঠা হিসেবে)
৮৫| ট্রাম্পকে অভিশংসিত করতে হলে সিনেটে কতটি ভোট লাগবে?
®___৬৭টি(দুই-তৃতীংশ)
(নিম্নকক্ষে অভিশংসিত বিল পাশ হয় ২২৮-১৯৩ ভোটে)
৮৬| মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের আসন সংখ্যা কত?
®___১০০টি
৮৭| EVM এর মাধ্যমে প্রথম ভোট হয় কোন দেশে?
®___মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৬৪ সালে ৭টি অঙ্গরাজ্যে
৮৮| বাংলাদেশে প্রথম কত সালে EVM এর মাধ্যমে ভোটগ্রহণ হয়?
®___২০০৭ সালে ঢাকা অফিসার্স ক্লাবের কার্যকরী সংসদ নির্বাচনে
৮৯| উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্রের নাম?
®___হালদা
৯০| সারা বিশ্বে সমুদ্র এলাকায় প্লাস্টিক বর্জ্যের পরিমাণ কত?
®___৪০ হাজার টন
সাম্প্রতিক__সংখ্যার পর্বটি
৯১| বর্তমানে বীরাঙ্গনার সংখ্যা____৩৩৯
৯২| বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা____৪৮টি
৯৩| বর্তমানে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা____১৮টি
৯৪| বর্তমানে মোট বোয়িং বিমানের সংখ্যা___১২টি
৯৫| বর্তমানে ড্রিমলাইনারের সংখ্যা____৬টি
৯৬| বর্তমানে মোট বিভাগ____৯টি
৯৭| বর্তমানে APEC এর সদস্য____১৩টি
৯৮| বর্তমানে ইউনেস্কো স্বীকৃত অধরা সাস্কৃতিক ঐতিহ্য সংখ্যা____৪টি
১০০| বর্তমানে দেশে মোট ইউনিয়ন সংখ্যা____৪৫৩৭টি
১০১| বর্তমানে পৌরসভার সংখ্যা____৩২৮টি
১০১| বর্তমানে দেশে সিটিকর্পোরেশন সংখ্যা____১৩টি
১০২| বর্তমানে উপজেলার সংখ্যা____৪৯২টি
১০৩| বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত____৪ জন
১০৪| বর্তমানে দেশে নিয়ন্ত্রিত ফসল____৬টি
১০৫| বর্তমানে বাংলাদেশ বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে____৮৩তম
১০৬| বর্তমানে বাংলাদেশ গণতন্ত্র সূচকে____৮০তম
১০৭| বর্তমানে দারিদ্র্যের হার____২০.৫%
১০৮| বর্তমানে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ____১৩৫তম
১০৯| বর্তমানে বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে বাংলাদেশ____৫০তম
১১০| বর্তমানে ADP সদস্য____৬৮টি