১.ঢাকা বিভাগে অবস্থিত বাংলাদেশের রাজধানী এবং প্রধান শহর।
২.প্রশাসনিকভাবে এটি দেশটির ঢাকা বিভাগের প্রধান শহর। ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল এলাকাতে অবস্থিত। ঢাকা একটি অতিমহানগরী।
৩.ঢাকা শহরটি "মসজিদের শহর" নামেও পরিচিত।এখানে ৭০০-রও বেশি মসজিদ আছে।এছাড়া ঢাকা "বিশ্বের রিকশা রাজধানী" নামেও পরিচিত। এই শহরে
রোজ প্রায় ৪০০,০০০ থেকে ৪৫০,০০০টি রিকশা চলাচল করে।বর্তমানে ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান সংস্কৃতি, শিক্ষা ও বাণিজ্যকেন্দ্র।
৪.মুঘল সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে এই শহর জাহাঙ্গীর নগর নামে পরিচিত ছিলো। বিশ্বব্যাপী মসলিন বাণিজ্যের একটি কেন্দ্র ছিলো ঢাকা এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীগণ এখানে বাণিজ্যের উদ্দেশ্যে।
৫.১৯৭১ সালে ঢাকা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের রাজধানী ঘোষিত হয়। ইতিপূর্বে সামরিক আইন বলবৎ,বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, সামরিক দমন , যুদ্ধ ও প্রাকৃতিক বিপর্যয়ের তাণ্ডবলীলার মতো একাধিক অস্থির ঘটনার সাক্ষী হয় এই শহর।
৬.ঐতিহাসিক স্থানসমূহ: লালবাগ কেল্লা , আহসান মঞ্জিল, ঢাকা বিশ্ববিদ্যালয় , জগন্নাথ হল , জগন্নাথ বিশ্ববিদ্যালয় , শাঁখারিবাজার, হোসেনী দালান, ছোট কাটরা , বড় কাটরা , কার্জন হল , ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবন (পুরাতন ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবন), ঢাকেশ্বরী মন্দির , তারা মসজিদ , মীর জুমলা গেট ,পরীবিবির মাজার পার্ক , বিনোদন ও প্রাকৃতিক স্থানঃ রমনা পার্ক, বাহাদুর শাহ্ পার্ক- জগন্নাথ বিশ্ববিদ্যালয় , সোহ্রাওয়ার্দী উদ্যান , বোটানিক্যাল গার্ডেন , ঢাকা শিশু পার্ক , বুড়িগঙ্গা নদী , ঢাকা চিড়িয়াখানা , বাংলাদেশ জাতীয় যাদুঘর , মুক্তিযুদ্ধ যাদুঘর , বলধা
গার্ডেন।
৭.স্মৃতিসৌধ ও স্মারকঃ জাতীয় শহীদ মিনার , শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ,, অপরাজেয় বাংলা,ভাস্কর্য আসাদ গেইট।
৮.আধুনিক স্থাপত্যঃ জাতীয় সংসদ ভবন , বাংলাদেশ ব্যাংক ভবন, ভাসানী নভো থিয়েটার , বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, মেয়র হানিফ ফ্লাইওভার , শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দর ।
৯. বর্তমানে ঢাকা দুই ভাগে বিভক্ত।
ক,ঢাকা উত্তর, খ,ঢাকা দক্ষিণ।