গত ০২.০২.২০২০ তারিখটি ছিলো একটি প্যালিনড্রমীয় সংখ্যা।
চলুন প্যালিনড্রমীয় সংখ্যা সম্পর্কে ছোট্ট কিছু তথ্য জেনে নেই।
(***) প্যালিন্ড্রমীয় সংখ্যা হচ্ছে বিশেষ এক ধরনের সংখ্যা, যার অঙ্ক গুলি উল্টো করে লিখলেও সংখ্যাটি একই থাকে।
যেমনঃ 1013101 এরকম একটি সংখ্যা।
উৎপত্তিঃপ্যালিনড্রমিক শব্দটি প্যালিনড্রম থেকে এসেছে, যা সেই সমস্ত শব্দকে নির্দেশ করে, যাদেরকে উল্টো করে পড়লেও শব্দটি একই থাকে।
যেমনঃ রমাকান্তকামার।
=> প্যালিনড্রমিক সংখ্যা নিয়ে দুইটি মজার সমস্যা আছে।
১.কোন সংখ্যা প্যালিনড্রমিক এবং মৌলিক?
=> [2, 3, 5, 7, 11, 101, 131, 151, …]
২.কোন সংখ্যা প্যালিনড্রমিক এবং পূর্ণ বর্গ সংখ্যা?
=> [0, 1, 4, 9, 121, 484, 676, 10201, 12321, …