মুজিব বর্ষ
⚫মুজিব বর্ষ ঘোষণা করা হয়েছে: ২০২০-২১ সালকে
⚫মুজিব বর্ষ ঘোষণা করা হয় ৬ জুলাই ২০১৮
⚫মুজিব বর্ষ পালিত হবে: ১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১ পর্যন্ত।
⚫২৬ মার্চ ২০২১ বাংলাদেশের স্বাধীনতার অর্ধ-শতবর্ষ উদযাপিত হবে
⚫প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষণগণনা শুরু করেন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস অর্থাৎ ১০ জানুয়ারি থেকে(২০২০)।
⚫বাংলাদেশের সাথে যৌথভাবে বৈশ্বিকভাবে এ দিবস পালনে সম্মতি জানিয়েছে: ইউনেস্কো।
⚫ইউনেস্কো-তে এ সিদ্ধান্ত গৃহীত হয়: ২৫ নভেম্বর ২০১৯ (***ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে)।
⚫ইউনেস্কোর সদস্যপদ ত্যাগ করে: ইসরাইল এবং যুক্তরাষ্ট্র (২০১৯সালে)
⚫তাই মুজিব বর্ষ পালন করবে বর্তমান ইউনেস্কো সদস্য ১৯৩টি দেশ।
⚫২০২০ সাল থেকে বঙ্গবন্ধুর নামে পুরষ্কার দিতে যাচ্ছে – ইউনেস্কো
নাম : বাংলাদেশ
⚫ বঙ্গবন্ধু বিপিএল(৭) - ২০১৯ এর চ্যাম্পিয়ন দল - রাজশাহী রয়্যালস(ব্যক্তিগত সর্বোচ্চ রান রাইলি রুশো, এবং উইকেট: মুস্তাফিজুর রহমান)
সাথে মনে রাখবেঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম ১৭ মার্চ ১৯২০ সালে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায়। তাঁর বাবার নাম শেখ লুৎফর রহমান, মা- সায়েরা খাতুন। ছয় ভাই-বোনের মধ্যে শেখ মুজিব ছিলেন তৃতীয়।
বিবিসি জরিপে জনপ্রিয় ভোটে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিব বর্ষের লোগোটির ডিজাইনার 'সব্যসাচী হাজরা'