ঘুমের মধ্যে নাক ডাকা থেকে যেই সমস্যাটি হয় তাকে স্লিপ এপনিয়া বলা হয়, যেটি অনেক ধরনের জটিলতা সৃষ্টি করতে পারে, যেমনঃ
১. উচ্চ রক্তচাপ
২. স্ট্রোক
৩. হার্ট ফেইলুর
৪. ডায়াবেটিস
৫. ডিপ্রেশন
৬. মাথা ব্যাথা, ইত্যাদি।
তবে এই মানুষগুলোর খুব কমন যেই সমস্যাটি হয়, তা হলো দিনের বেলা ঘুম ঘুম লেগে থাকা। কারণটাও খুব স্বাভাবিক। রাতে ওনাদের ঘুম সম্পূর্ণ হয়না, ঘুমের সময় শ্বাস-প্রশ্বাস ঠিকমত না হতে পারলে ঘুমের স্বাভাবিক যেই চক্রটি রয়েছে সেটিতে বাধা আসে, ফলে ঘুমন্ত মনে হলেও গভীর ঘুমে তারা যেতেই পারে না। এই ধরনের সমস্যার জন্য দৈনন্দিন জীবনে অনেক সমস্যা হতে পারে, বিশেষত যারা কোন যন্ত্র নিয়ন্ত্রনের কাজ করেন বা যারা ড্রাইভার তাদের জন্য এই সমস্যাটি অনেকবেশি ঝুকিপূর্ণ।
যদি নাকের কোন হাড়ের বেকে যাওয়ার জন্য বাধা সৃষ্টি হয় সেক্ষেত্রে ডাক্তার মনে করলে অপারেশনের কথা বলতে পারেন। তবে অনেক ক্ষেত্রে ডিভাইস ব্যাবহার করে বেশ সুফল পাওয়া যায়।
এ ধরণের সমস্যার সম্মুখীন হলে একজন রেজিস্টার্ড নাক,কান,গলা বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে নিন।