কোন পরিবারে পিতা ও মাতার বয়সের গড় 45 বছর। আবার পিতা,মাতা ও তাদের এক পুত্রের বয়সের গড় 36 বছর। পুত্রের বয়স কত?
যুক্তি:- এসব অঙ্কে "সহ" কথাটা সবসময়ই প্রথমে আনতে হয়। ঐ লাইনটা মনে রেখে সাজাতে পারলে সলিউশন হয়ে যাবে। কথাটি কিন্তু পরিষ্কার পিতা, মাতা ও পুত্রের সমষ্টি থেকে পিতা,মাতার সমষ্টি বাদ দিলে পুত্রের বয়স বের হবে।,,,,শিমুল
#সমাধান :-
পিতা,মাতা ও পুত্রসহ উভয়ের বয়সের সমষ্টি =
36 × 3 = 108 বছর
পিতা ও মাতার " " 45 × 2 = 90 বছর।
সুতরাং পুত্রের বয়স (108 - 90 ) বছর।
= 18 বছর।