> ২০ টি সংস্কৃত উপসর্গ :
(অপি, অপ, প্রতি, অভি, বি, প্র, অতি, উৎ, সু, আ, নি, নির, অব, অধি, সম, দূর, পরা, উপ, অনু, পরি)
আরো জানতে জয়েন করো
#মনে_রাখার_গল্প :
(অভি)র বাসা (অপি)র বাসায় (অপ)রদিকে। অপির (পরি)বার সবসময়ই নিজেদেরকে (পরা)ক্রম ও (প্র)ভাবশালী বলে ভাব দেখায় । তো একদিন অভির বন্ধুরা পুরাতন জমিদার বাড়ির পাশের (অব)হেলিত ও (পতি)ত জমিতে ক্রিকেট খেলতে যাওয়ার সময় জিজ্ঞেস করে," অভি তুই (আ)(সু)(বি)(নি) [তুই আসবি নাকি]"। অভি তাদের সাথে যায় কিন্তু ক্রিকেট খেলার সময় বল অভির মাথায় (অধি)ক জোরে লাগলে সে ব্যাথায় (উৎ) করে উঠে । ব্যাথা (উপ)(সম) করাতে তারা (অনু) দাদাকে ডাকে । কিন্তু তার আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল কারণ অনুর (নির) (অতি) (দুর)।