শওকত ওসমানের উপন্যাস সহজে মনে রাখার কৌশল
=========বিসিএস প্রিলি, রিটেন সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় শওকত ওসমান থেকে প্রায় প্রায় প্রশ্ন আসে । তাই চলুন কৌশলে মনে রাখি।
নিচের অনুচ্ছেদ টি মনে রাখুন ...
" #জাহান্নাম থেকে বিদায় করা
#ক্রীতদাসের
#সমাগম হয়েছিল, #চৌরাস্তার মোড়ে। #নেকড়ের দল তাদের সাথে
#পতঙ্গের মত আচরণ করছিল।
#মায়ের নির্দেশে #রাজা , #দুই সৈনিককে সেখানে
পাঠিয়েছিল,তাদের #আর্তনাদ দেখতে। "
.
এখন মিলিয়ে নিন:
.
১।জাহান্নাম থেকে বিদায়=জাহান্নাম থেকে বিদায়
২।ক্রীতদাসের=ক্রীতদাসের হাসি ( আদমজী পুরুস্কার পান )
৩।সমাগম =সমাগম
৪।চৌরাস্তার =চৌরসন্ধি
৫।নেকড়ের দল=নেকড়ে অরণ্য
৬।পতঙ্গের =পতঙ্গ পিঞ্জর
৭।মায়ের =জননী
৮।রাজা =রাজা উপাখ্যান , রাজপুরুষ
৯।দুই সৈনিককে= দুই সৈনিক
১০।আর্তনাদ = আর্তনাদ
.
====================
. এগুলোর মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক
= নেকড়ে অরণ্য,দুই সৈনিক,জাহান্নাম থেকে বিদায় , জলাঙ্গী
====
এছাড়াও এ লেখকের গুরুত্বপূর্ণ
১। জন্ম যদি তব বঙ্গ ( মুক্তিযুদ্ধভিত্তিক গল্প
২। ওটেন সাহেবের বাংলো (গল্প)
৩। সংস্কৃতির চড়াই উতরাই ( প্রবন্ধ)
৪। আমলার মামলা ( নাটক)
৫। তস্কর ও লস্কর ( নাটক)
৭। স্মৃতি কথা > মুজিবনগর
==============