#বাংলা_ভার্সন_ইংরেজি_ভার্সন
প্রশ্নঃ ৪০তম বিসিএস এর আবেদন ইংরেজি ভার্সন নাকি বাংলা ভার্সনে হয়েছে তা কীভাবে বুঝবো ?
উত্তরঃ
[ আবেদন করার সময় যদি ইংরেজি ভার্সনের টিক দিয়ে থাকেন তাহলে আপনি এপলিকেন্ট কপিতে ইংরেজি ভার্সন কথাটার উল্লেখ দেখতে পারবেন । আর টিক দিয়ে না থাকলে এপলিকেন্ট কপিতে ভার্সনের উল্লেখ থাকবে না । ]
যদি ইংরেজি ভার্সন দিয়ে থাকেন । তাহলে এপলিকেন্ট কপিতে দেখুন ___National ID এর সিরিয়াল যেখানে দেওয়া হয়েছে তার নিচে লাইনে দেখুন Question Version: English কথাটা লেখা আছে ।
আর যদি ইংরেজি ভার্সন লেখা অংশে টিক না দিয়ে থাকেন তাহলে এপলিকেন্ট কপিতে দেখুন ___National ID এর সিরিয়াল যেখানে দেওয়া হয়েছে তাঁর নিচের লাইনে দেখুন Question Version: English কথাটা লেখা নেই । তার মানে আপনার আবেদন বাংলা ভার্সনে করা হয়েছে ।