জীবনে চলতে হলে টাকা জিনিস টা বাধ্যতামূলক হয়ে দাড়িয়েছে জীবনে। কেননা যার কাছে টাকার পরিমাণ শূন্য, তার সমাজে সম্মানটাও শূন্যের দিকে প্রায়। টাকা ছাড়া জীবনের কোনো দাম নেই।
কেবল অসহায় হলেই বোঝা যায় যে, জীবনে টাকার কতটা প্রয়োজন। আরও বোঝা যায়, টাকাই যে পৃথিবীর গোলাম।
ধরেন, আপনি নিম্নবিত্ত পরিবারের এক সন্তান। ঘরে বাজার নেই, পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার মতো ঘরে কিছু নেই। তাহলে টাকাই আপনার একমাত্র চাহিদা হবে, যেটা কিনা আপনার পরিবারের মুখে দু'মুঠো ভাত দিতে সাহায্য করবে।
টাকা টা যদিও সামান্য হয়, তাও সেটা আপনার কাছে কোটি টাকার সমান মূল্য হবে। যেটা কিনা একটা পরিবারের অভাব মোচন করেছে।
অপরদিকে যদি আমরা ধনীদের কথা তথা সমাজের সুশীল মানুষের কথা চিন্তা করি, তাহলে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন দিকে যাবে। কেননা তাদের একেক দিনের খরচ হবে, আপনার এক মাসের বাজারের টাকা অথবা একমাসের মাসিক বেতনের চেয়েও বেশি।
অতএব, সমাজে চলতে হলে টাকা জিনিসটা অনেক অনেক বেশি প্রয়োজন। হোক সেটা নিম্নবিত্ত কিংবা উচ্চবিত্ত পরিবারের।