প্রথমবারের মতো অফিসিয়াল ইউনিফর্ম পাচ্ছেন বাংলাদেশ কাস্টমস ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। ইউনিফর্মটির শার্ট জলপাই ও প্যান্ট হবে গাঢ় জলপাই রঙের।
নতুন বিধিমালা অনুসারে কাস্টমস ও ভ্যাট বিভাগে কর্মরত সিপাই, গাড়িচালক, সাব-ইন্সপেক্টর, সহকারী রাজস্ব কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা, সহকারী কমিশনার, ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার, অতিরিক্ত কমিশনার ও কমিশনার এবং সমমর্যাদার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ইউনিফর্ম পরবেন।
কমিশনার ও মহাপরিচালকের শার্টে ‘সোনালি দ্বার’ এবং মধ্যবর্তী অংশে তিনটি ‘গৌরব তারকা’ থাকবে।
অতিরিক্ত কমিশনার ও অতিরিক্ত মহাপরিচালকের ক্ষেত্রে একটি ‘সোনালি দ্বার’ ও মধ্যবর্তী ফাঁকা অংশে দুটি ‘গৌরব তারকা’ থাকবে।
যুগ্ম কমিশনার ও যুগ্ম পরিচালকের ক্ষেত্রে একটি ‘সোনালি দ্বার’ ও মধ্যবর্তী ফাঁকা অংশে একটি ‘গৌরব তারকা’ থাকবে।
উপকমিশনার ও উপপরিচালকের শার্টে কেবল একটি ‘সোনালি দ্বার’ থাকবে।
সহকারী কমিশনার ও সহকারী পরিচালকের থাকবে তিনটি ‘গৌরব তারকা’।
দুটি ‘গৌরব তারকা’ থাকবে রাজস্ব কর্মকর্তার ক্ষেত্রে।
সহকারী রাজস্ব কর্মকর্তার ক্ষেত্রে একটি ‘গৌরব তারকা’ থাকবে।
সাব-ইন্সপেক্টর ও সিপাহিরা মাথায় গাঢ় জলপাই রঙের বেরেট ক্যাপ পরবেন, যার সামনে পৌনে দুই ইঞ্চি ব্যাসের দশমিক ১২৫ ইঞ্চি পুরুত্বের পিতলের চাকতির ওপর কাস্টমস ও ভ্যাট বিভাগের লোগো থাকবে।
কর্মকর্তাদের ইউনিফর্মে জর্জেট প্যাঁচ থাকবে, যা হবে সমুদ্র-নীল ভিত্তির ওপর রুপালি জরির সুতা দিয়ে এমব্রয়ডারি করা। কমিশনার ও মহাপরিচালকের ক্ষেত্রে জর্জেট প্যাঁচে জলপাই পত্রসংবলিত বিপরীতমুখী লম্বালম্বি চারটি শাখা এবং অতিরিক্ত কমিশনার ও অতিরিক্ত মহাপরিচালকের ক্ষেত্রে জলপাই পত্রসংবলিত একটি শাখা থাকবে। গৌরব তারকা সম্পর্কে বলা হয়েছে- ধাতব রুপালি রঙের গোলাকার বৃত্তের মাঝখানে জাতীয় ফুল শাপলা ও বৃত্তের বাইরের অংশ তরঙ্গাকার কিনার দ্বারা বেষ্টিত। আর সোনালি দ্বার হবে রুপালি রঙের জলপাইয়ের শাখাসংবলিত পত্রগুচ্ছের ধাতব সোনালি রঙের একটি লোহার দরজা এবং উপরিভাগে শাপলা।