পৃথিবী সৌর জগতের একটি গ্রহ । এটি প্রতিনিয়ত সূর্যকে প্রদক্ষিণ করে। আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহ হলো চাঁদ ।আর চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে ঘুরে। এই প্রদক্ষিণ করে ঘুরার সময় যখন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝে চলে আসে ঠিক তখন সূর্যের উপর চাঁদের এক প্রতিবিম্ব তৈরি হয় তাই সূর্যের আলো ঠিক মতো পৃথিবীতে পৌঁছাতে পারে না এবং সূর্যের উপর আমরা চাঁদের এক অবয়ব দেখি তাকে আমরা সূর্য গ্রহণ বলি । মোট কথায় সূর্য ও পৃথিবীর মাঝের কক্ষপথে চাঁদ আসার কারণে সূর্য গ্রহণ হয়।