যারা ৪০তম রিটেন দিতে যাচ্ছেন তাদের জন্য করণীয় কিছু বিষয়,
১। এই ১০ দিন কোন বিষয় নিয়ে কাউর সাথে কথা-কাটাকাটি বা কাউর সাথে ঝগড়া ঝামেলাতে জড়াতে যাবেন না। পারিবারিক কোন ইস্যুতে নিজেকে জড়িত করবেন না।
২। কি কি পারেন না তা নিয়ে এখন অতিরিক্ত চিন্তা করতে যাবেন না বরং যা পারেন তাই বার বার রিভিশন দেন। বিসিএস এ সরাসরি কোনো কিছু সাধারণত কমন অাসবে না। সবই কনসেপ্ট থেকে লিখতে হবে।
৩। অামি ফাস্ট টাইম দিচ্ছি তাই অামার হবে না এরকম চিন্তা বাদ দিন কারণ পরীক্ষার খাতায় লেখা থাকবেনা অাপনি ফাস্ট টাইম কি না বা লাস্ট বার দিচ্ছেন।
৪। সফলতা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। অাপনি অাপনার স্বাভাবিক পরীক্ষা দেন। সফল হবেন কি না সেটা স্বয়ং অাল্লাহ ছাড়া কেউ জানে না।
৫। এডমিট কাড, পেন্সিল, কলম, স্কেল, ঈরেজার, ক্যালকুলেটরসহ প্রয়োজনীয় জিনিসগুলো এখন থেকেই গুছিয়ে একটা ফাইলে রেখে দেন৷
৬। গুরুত্বপূর্ণ টপিক ও অধ্যায়গুলো এখন বার বার রিভিশন দেন। এখন অাপনাদের কাছে মনে হবে এটা মনে নেয় ওটা মনে নেয় । এটা পড়ি নাই ওটা পড়ি নাই ইত্যাদি। কিছু পারি না অামি এরকম মনে হবে। অাসলে পরীক্ষার অাগে সবারই এরকম মনে হয়ে থাকে। পরীক্ষার হলে প্রশ্ন হাতে পেলে ঠিকই মনে অাসবে ইনশাআল্লাহ।
৭। কোনভাবেই যাতে অসুস্থ না হয়ে যান তাই শরীরে দিকে লক্ষ্য রাখুন। পরীক্ষার সময় টানা ৯০০ মার্কের পরীক্ষা দিতে প্রচুর শক্তি দরকার হবে। তাই এখন থেকেই মানসিকভাবে ওই ৫ দিন কীভাবে মোকাবিলা করবেন মানসিক প্রস্তুতি নেন।
৮। অাল্লাহ তাঅা'লা কাছে দোয়া করেন এবং বাবা মার কে বলেন বেশি বেশি দোয়া করতে।
৯। এখন কাউর সাথে নিজেকে তুলনা করতে যাবেন না অর্থাৎ অামি নতুন অার ওনারা অনেক বার দিয়েছে এরকম কখনোও ভাববেন না।
১০। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। অতিরিক্ত টেনশন করবেন না। তাছাড়া টেনশন করলে অনেক কিছুই পারবেন না। তাই সম্পূর্ণ চিন্তামুক্ত থাকুন। এটা পড়ি নাই ওটা পড়ি নাই এইগুলো নিয়ে চিন্তা করবেন না।