নিরস্ত্রীকরুনণ (Disarmament):
======================
সাধারণভাবে নিরস্ত্রীকরুনণ বলতে বোঝায়, মারণাস্ত্রের প্রতিযোগিতা বন্ধের জন্য কো নির্দিষ্ট ধরণের কিংবা সকল ধরণের অস্ত্রের পরিমাণ হ্রাস করা অথবা উৎপাদিত অস্ত্র ধ্বংস বা উৎপাদন বন্ধ করা।
আন্তর্জাতিকভাবে নিরস্ত্রীকরুনণ বলতে বোঝায়, রাষ্ট্রসমূহের নিজেদের মধ্যে আলোচনা সাপেক্ষে স্বেচ্ছায় অস্ত্র উৎপাদন হ্রাস করা।
মরগেনথুর মতে, “অস্ত্রের উৎপাদন বন্ধ করার উদ্যেশ্যে সমস্ত রকম অস্ত্র হ্রাস করা অথবা বর্জন করাকে নিরস্ত্রীকরুনণ বলে। ”
শ্লেচার বলেন, “ আন্তর্জাতিক রাজনীতিতে নিরস্ত্রীকরুনণের মূল অর্থ একটুখানি ব্যাপক। যেমন- কোন রাষ্ট্র যদি স্বেচ্ছায় অস্ত্র উৎপাদন হ্রাস করে তাকেও নিরস্ত্রীকরুনণ বলা যাবে”
_________________