#কীভাবে_শব্দকে_জব্দ_করবেন
ভোকাবিউলারি জানা অনেক গুরুত্বপূর্ণ। কারণ সিনোনিম, এন্টোনিম, অ্যানালজি, প্যাসেজ সলভিং, ইংলিশ স্পিকিং ইত্যাদি সবকিছুতে ভালো করতে হলে বেশি বেশি ভোকাবিউলারি জানা দরকার। কথা হলো, কীভাবে সহজে ভোকাবিউলারি শেখা যায়?
#Roots
শব্দের Roots স্টাডি করে সহজেই অনেক শব্দ শেখা ও মনে রাখা যায়। কারণ একই Root এর উপর ভিত্তি করে গঠিত শব্দগুলোর অর্থ প্রায় একই রকম হয়। যেমন- Struct অর্থ নির্মাণ করা। এটি কোন শব্দের ভিতর থাকলে তার অর্থ নির্মাণ করার মতো কিছু একটাকে বুঝায়। উদাহরণস্বরূপ বলা যায় Construct (নির্মাণ করা), Destruct (নির্মিত কোন জিনিসকে ধ্বংস করা), Instruct (কোন কিছু গঠন করার জন্য উপদেশ দেওয়া) , Superstructure (কোন কিছু উপরে নির্মিত অট্টালিকা), Infrastructure (যার উপর ভিত্তি করে কোন প্রতিষ্ঠান গড়ে উঠে অর্থাৎ অবকাঠামো) ইত্যাদি।
#Prefix
Prefix হলো এমন বর্ণ বা বর্ণমালা যা অন্য কোন শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে। যেমন- Pre অর্থ পূর্বে। এটিকে কোন শব্দের সামনে বসিয়ে দিলে শব্দটি পূর্বে টাইপের কোন অর্থ প্রকাশ করে। উদাহরণস্বরূপ বলা যায় Prerequisite (পূর্বশর্ত), Precaution (পূর্বসতর্কতা), Predict (কোন কিছু ঘটার পূর্বেই সেটা সম্পর্কে কিছু বলা অর্থাৎ ভবিষ্যদ্বানী করা), Predetermine (পূর্বেই স্থির করা), Predecease (কারো পূর্বেই মারা যাওয়া) ইত্যাদি।
#Suffix
যখন কোন বর্ণ বা বর্ণমালা অন্য কোন শব্দের শেষে বসে নতুন শব্দ গঠন করে তখন তাকে বলে Suffix. যেমন- ist দ্বারা কোন ব্যক্তি বুঝায়। সুতরাং এটিকে কোন শব্দের শেষে বসিয়ে দিলে শব্দটি কোন ব্যক্তিকে বুঝাবে। উদাহরণস্বরূপ বলা যায় Optimist (আশাবাদী), Fundamentalist (মৌলবাদী), Scientist (বিজ্ঞানী), Communist (সাম্যবাদী) ইত্যাদি।
#Category
শব্দগুলোকে বিভিন্ন Category অনুযায়ী বিভক্ত করে শিখতে পারলে মনে থাকে ভালো। তাই অঙ্গপ্রতঙ্গ, নামাজ, যন্ত্রপাতি, পেশা, ফল, ফুল, সবজি, মাছ, আসবাবপত্র, রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য ইত্যাদি ভাগ করে করে শব্দ শিখতে পারেন। যেমন- Smile অর্থ মৃদু হাসি, Laugh অর্থ শব্দ করে হাসি, Giggle অর্থ ফিকফিক করে হাসি, Guffaw অর্থ অট্টহাসি, Snigger অর্থ চাপা হাসি ইত্যাদি।
#Corelation
শব্দের সাথে যেকোন কিছুর মিল খুঁজে বের করে অনেক শব্দ শিখতে ও মনে রাখতে পারেন। যেমন: Monday মানে সোমবার, আর Somber মানে অন্ধকারময়। Layout অর্থ পরিকল্পনা, আর Outlay অর্থ ব্যয়। আবার Knife অর্থ সাধারণ চাকু বা ছুরি, আর Cleaver অর্থ কসাইয়ের চাকু বা ছুরি।
#Contemporary_Terms
দৈনিক পত্রিকা পড়ে কিছু কিছু টার্ম জানার চেষ্টা করবেন। যেকোন টপিক সম্পর্কে লিখতে এসব টার্ম অনেক কাজে লাগে। যেমন- Congenial academic atmosphere অর্থ শিক্ষার সুষ্ঠু পরিবেশ, Bilateral Discussion মানে দ্বিপাক্ষিক আলোচনা, Constructive Criticism অর্থ গঠনমূলক সমালোচনা, Political Affiliation মানে রাজনৈতিক সংশ্লিষ্টতা, Exemplary Punishment অর্থ দৃষ্টান্তমূলক শাস্তি ইত্যাদি।