নতুন চারটি শব্দ যুক্ত হলো কেমব্রিজ ডিকশনারিতে...
১.'নোমোফোবিয়া'
২.'জেন্ডার গ্যাপ'
৩.'ইকোসাইড'
৪.'নো-প্ল্যাটফর্মিং'
ব্যাখ্যা:
কেমব্রিজ ডিকশনারিতে এ বার মোবাইল ফোনের জন্য বরাদ্দ হল একটি শব্দ। ‘নোমোফোবিয়া’। বিশেষ একটি রোগের নাম।
অর্থাৎ, নো (NO), মো (MOBILE) এবং ফোবিয়া (PHOBIA) থেকে শব্দটির সংক্ষিপ্তরূপ 'Nomophobia' শব্দ।
বিশ্ব জুড়ে মোবাইল ফোন নিয়ে গত কয়েক বছরের উন্মাদনা এই প্রথম স্বীকৃতি পেল কেমব্রিজের মানদণ্ডে। বিশ্ববিদ্যালয়ের একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, জনপ্রিয়তার নিরিখে ২০১৮ সালে মানুষের মুখে মুখে সবচেয়ে বেশি ঘুরেছিলো একটিই শব্দ। ‘নোমোফোবিয়া’।
কারণ, স্মার্টফোনে ইন্টারনেট, স্মার্ট টিভি-তে ইন্টারনেট আসায় এই সময়ে অনেক ‘ফোবিয়া’তেই তো ভুগি 'আমরা সারাক্ষণ'। তা হলে হঠাৎ কেন এই ‘নোমোফোবিয়া’র সংযোজন?
কেমব্রিজ ডিকশনারি যাঁরা বানান, তাঁদের তরফে বলা হয়েছে, এটা একটা রোগের নাম। সম্প্রতি যে রোগের গ্রাসে চলে গিয়েছেন প্রায় গোটা বিশ্বেরই মানুষ! যার অর্থ, ‘মোবাইল ফোন সঙ্গে না থাকা বা তা ব্যবহার না করতে না পারা (নো মোবাইল ফোন)-র জন্য ভয় বা উদ্বেগ (ফোবিয়া)’।
এইদিকে গত ২০১৮ সালে সংযোজনের জন্য নতুন আরও তিনটি শব্দকে বেছে নিয়েছিলেন কেমব্রিজ ডিকশনারির সম্পাদকরা। সেগুলি কার কেমন পছন্দ, তা জানতে ব্লগ পাঠকদের কাছে ও সোশ্যাল মিডিয়ায় মতামত জানতে চাওয়া হয়েছিল। তাতে ছিল__
২. 'জেন্ডার গ্যাপ/gender gap' (সমাজে পুরুষ ও মহিলাদের সাথে যেভাবে আচরণ করা হয় তার মধ্যে একটি পার্থক্য.. )'
৩.'ইকোসাইড/ecocide' (কোনও এলাকার স্বাভাবিক প্রকৃতি, পরিবেশের ধ্বংস হয়ে যাওয়া)’
৪.'নো-প্ল্যাটফর্মিং/no-platforming' (কারও ভাবনা বা বিশ্বাসকে প্রকাশ্যে বলতে দিতে বাধা দেওয়ার অভ্যাস)'
তাই গতবছর এই শব্দগুলোকে ঢোকানো হয়েছিলো কেমব্রিজ ডিকশনারির সর্বশেষ সংস্করণে।