★ সামরিক অস্ত্রে বৈচিত্র্য আনতে চাইছে বাংলাদেশ
বাংলাদেশ সামরিক অস্ত্রের ক্ষেত্রে বৈচিত্র্য আনতে চাইছে। এই মুহূর্তে বাংলাদেশের শতকরা ৯০ ভাগেরও বেশি সমরাস্ত্র হচ্ছে চীনের। মিয়ানমারের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের ফাঁদে আটকা পড়ার আতঙ্কের উপর ভিত্তি করে বর্তমানের কৌশল নির্ধারণ করছে বাংলাদেশ। রোহিঙ্গা ইস্যুতে চীনের সমর্থন পাচ্ছে মিয়ানমার। এই পটভূমিতে রাশিয়ান সংবাদ মাধ্যম স্পূটনিক এর বিশ্লেষণ করেছে।
স্পূটনিক বলছে, বাংলাদেশ যাতে ভারত থেকে সামরিক সরঞ্জাম কিনতে পারে সেজন্য ৫০ কোটি ডলার ঋণ দিচ্ছে নয়াদিল্লি। ২০১৭ সালের ৮ই এপ্রিল ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিবলে এই ঋণ সহায়তা দিচ্ছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঋণের ঐ টাকায় সামরিক সরঞ্জাম কেনার জন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান। পরে সংবাদ মাধ্যমকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঋণের টাকায় ভারত থেকে সামরিক সরঞ্জাম কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। স্পূটনিক বলছে, এই অঞ্চলের সমুদ্রে চীনের প্রভাব বিস্তার নিয়ে ভারত উদ্বিগ্ন।
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতীয় বৈদেশিক বাণিজ্য নীতির অধীনে স্বল্প সুদের ঋণের শর্ত অনুযায়ী শুধুমাত্র ভারত থেকে আমদানি করার জন্যই এই অর্থ অনুমোদন করা হবে। রিভার্জ ব্যাংক বলেছে, চুক্তির অধীনে এক্সিম ব্যাংক মোট যে পরিমাণ ঋণ দিতে চেয়েছে তার শতকরা ৭৫ ভাগই সরবরাহ করবে ভারতের বিক্রেতারা। গত ৮ বছরে চীন থেকে বাংলাদেশ ১৮০ কোটি ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম কিনেছে। (VoA)
★ আন্তর্জাতিক আদালতে লড়তে রোববার হেগের পথে সু চি
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর সেনাবাহিনীর গণহত্যার অভিযোগের বিরুদ্ধে মঙ্গলবার (১০ ডিসেম্বর) হেগের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে) প্রথম শুনানি হবে। মিয়ানমারের ডিফ্যাক্টো সু চি এতে মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। আদালতের শুনানিতে উপস্থিত থাকতে হেগের উদ্দেশে রোববার মিয়ানমার ছেড়েছেন সু চি।
এ ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে নোবেল শান্তি পুরস্কারজয়ী এ রাজনীতিবিদের ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ করবে বলে মনে করা হলেও দেশে তার সমর্থন আরও সুসংহত হচ্ছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে সু চির পক্ষে একের পর এক সমাবেশ হয়েছে। ২০১৬ সালে শেষবার মিয়ানমারের এ ডিফ্যাক্টো নেত্রীর পশ্চিম ইউরোপ সফরে তাকে বরণ করা হয়েছিল গণতন্ত্রের মানসকন্যা হিসেবে। তার দেশে অর্ধশতকের সামরিক শাসনের অবসান ঘটিয়ে বেসামরিকদের হাতে রাজনৈতিক নেতৃত্ব তুলে দেয়ার মূল দায়িত্ব পালন করেছেন।
রোহিঙ্গা নির্যাতনের বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মিয়ানমারের বিরুদ্ধে নালিশ গেছে। মুসলিম রাষ্ট্রগুলোর জোট ওআইসি’র সমর্থনে আফ্রিকার দেশ গাম্বিয়া নভেম্বরে জাতিসংঘের আদালত আইসিজে’তে মামলা করেছে। ১০ ডিসেম্বরে আইসিজে’র ওই মামলার প্রথম শুনানি শুরু হচ্ছে। (jugantor)
★ ভারতেও পেঁয়াজের কেজি ২০০ টাকা ছাড়ালো
পার্শ্ববর্তী দেশ ভারতেও লাগাম টানা যাচ্ছে না পেঁয়াজের দামে। ইতিমধ্যে বেঙ্গালুরুতে কেজি প্রতি পেঁয়াজের দাম ২০০ টাকা ছাড়িয়েছে। বাজারে পেয়াজ সংকটের কারণের চড়া দাম বলে শনিবার দেশটির এক কর্মকর্তা জানিয়েছে। ভারতে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে গঠিত রাজ্য সরকারের টাস্ক ফোর্সও জানিয়েছে, চলতি মাসে পেঁয়াজের দাম কমার সম্ভাবনা কম।
দেশটির মুর্শিদাবাদের হরিহরপাড়া, নওদার আমতলা, কলকাতায় রাজডাঙা বাজারেও পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ২০০ টাকা এর কাছাকাছি। ভারতের সংবাদ মাধ্যম বলছে, অতিবৃষ্টির কারণে কৃষকেরা এবার ঠিকমত পেয়াজ উৎপাদন করতে পারেনি।
এদিকে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে গত বছরের এ সময়ের তুলনায় বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়েছে ৪২৩ শতাংশ। ঢাকায় এখন প্রতি কেজি দেশি পুরনো পেঁয়াজ ২৪০ থেকে ২৫০ টাকা, মিয়ানমারের পেঁয়াজ ২০০ থেকে ২২০, মিসরীয় পেঁয়াজ ১৪০ থেকে ১৬০ ও চীনা পেঁয়াজ ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। (ittefaq)
★ রোববার ফের হংকংয়ের রাজপথে আন্দোলনকারীরা
গণতন্ত্র ও স্বাধীনতার দাবিতে গত ছয় মাস ধরে সরকারবিরোধী আন্দোলন করছেন হংকংয়ের জনগণ। এই বিক্ষোভের বিরুদ্ধে বেইজিং বারবার হুশিয়ারি উচ্চারণ করলেও গণতন্ত্রপন্থীরা রোববার ফের রাস্তায় নেমেছেন। লাখ লাখ বিক্ষোভকারী এদিন ‘কালো পোশাক’ পরে রাজপথে নামেন।
চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ের ভিক্টোরিয়া পার্কে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে সরকারবিরোধী স্লোগান দেন তারা। বিক্ষোভকারীরা বলেন, যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ আমরা স্বাধীনতার জন্য আন্দোলন করে যাব। রোববার পুলিশ ১১ জনকে আটক করেছে। যাদের বয়স ২০ থেকে ৬০ বছরের মধ্যে। হংকংয়ের পুলিশ কমিশনার ক্রিস ট্যাং বলেন, এখন পর্যন্ত পুলিশ নমনীয় রয়েছে। আমরা কঠোর অবস্থানে যাব কিনা সেটি আন্দোলনের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেয়া হবে। (jugantor)
★ ফিলিস্তিন-ইসরাইল: দ্বিরাষ্ট্রনীতিকে সমর্থন যুক্তরাষ্ট্রের
ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। সেইসঙ্গে দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের ব্যাপারে ইসরাইলকে সতর্ক করেছে। শুক্রবার নতুন একটি প্রস্তাব পাস করে মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংকট সমাধানে ইতিবাচক এ পদক্ষেপ নিল মার্কিন কংগ্রেসের নিুকক্ষ প্রতিনিধি পরিষদ। তবে প্রস্তাবটিতে ফিলিস্তিনি জমি দখল ও বসতি স্থাপন বন্ধে কোনো বক্তব্য নেই।
ডেমোক্র্যাটদের সমর্থিত এ প্রস্তাব মানতে বাধ্য নয় ইসরাইল। তবে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের জন্য এটাকে বড় একটি আঘাত বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই সঙ্গে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রতিও এটা হুশিয়ারি সংকেত।
১৯৭৮ সাল থেকে পশ্চিম তীরে দখলকৃত ভূমিতে ইসরাইলি বসতি স্থাপনকে অবৈধ অভিহিত করে আসছিল যুক্তরাষ্ট্র। গত মাসে ওই নীতির বদল ঘটায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ১৮ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, এসব বসতিকে অবৈধ বলে বিবেচনা করবে না ওয়াশিংটন। তবে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত নিুকক্ষ ট্রাম্প প্রশাসনের ওই নীতিকে সমর্থন করছে না। দ্বিরাষ্ট্রনীতির সমর্থনে কংগ্রেসের প্রথম কোনো প্রস্তাব বিরোধীদের প্রস্তাব সেই ইঙ্গিত দিচ্ছে। (jugantor)
★ হাইপারসোনিক অস্ত্র নির্মাণে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে রাশিয়া'
হাইপারসোনিক অস্ত্র নির্মাণে রাশিয়া যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। এ বিষয়ে মার্ক এসপার বলেন, আমরা হাইপারসনিক অস্ত্র নির্মাণে রাশিয়ার সমান যোগ্যতা অর্জন করতে চাই।
তিনি আরও বলেন, আমরা গত কয়েক বছর ধরে এই প্রযুক্তি নিয়ে কাজ করার পর থেমে গিয়েছিলাম। তখন আমরাই এগিয়ে ছিলাম। কিন্তু এখন আবার শুরু করার চিন্তা করছি কারণ আমরা এই প্রযুক্তি নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এর আগে ২০১৮ সালের আগস্টে চীন ঘোষণা দেয়, যে তারা এমন একটি হাইপারসনিক বিমান পরীক্ষা করতে সক্ষম হয়েছে, যেটি বিশ্বের যেকোনো মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। এটি এমন একটি 'ওয়েভ রাইডার' বিমান যেটি, যেটি নিজের তৈরি করা শব্দের ধাক্কা ব্যবহার করে বায়ুমণ্ডলে দ্রুত গতিতে ভেসে বেড়াতে পারে। (somoy news)
★ ইরাকে সরকারবিরোধী বিক্ষোভে বন্দুকধারীদের গুলি, নিহত ২৩
ইরাকের রাজধানী বাগদাদে সরকারবিরোধী বিক্ষোভে অজ্ঞাত ব্যক্তিদের গুলি ও ছুরিকাঘাতে অন্তত ২৩ জন নিহত ও আহত হয়েছেন শতাধিক। শুক্রবার রাতে বিক্ষোভের মধ্যে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা একটি পিক আপ ট্রাকে এসে হামলা চালায়। তারা একসঙ্গে গুলি ও ছুরিকাঘাত করে। তারা বিক্ষোভকারীদের সেখান থেকে চলে যেতে বাধ্য করে। সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর এটাই সবচেয়ে বড়ো ধরনের সহিংসতা। (ittefaq)
★নোবেল পুরস্কার অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত কসোভো'র
নোবেল পুরস্কারের অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে কসোভো। অস্ট্রিয়ার লেখক পিটার হ্যান্ডককে নোবেল সাহিত্য পুরস্কার দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন।
সাবেক যুগোস্লোভিয়ায় ১৯৯০ এর দশকের যুদ্ধে সার্বিয়াকে সমর্থন করে বই লেখায় লেখক পিটার হ্যান্ডককের কড়া সমালোচনা করে আসছে কসোভো। এছাড়া বসনিয়া এবং হার্জেগোভিনিয়াও তার সমালোচনা করছে। গত অক্টোবরে সুইডিশ অ্যাকাডেমি লেখক পিটার হ্যান্ডককে নোবেল পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করে। সুইডেনে আগামী মঙ্গলবার নোবেল পুরস্কারের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। (bd-pratidin)