গাছ কাটা: সভ্যতার নামে ধ্বংসযজ্ঞ
প্রকৃতি আমাদের দিয়েছে সবুজের আশ্রয়, অক্সিজেনের প্রাণসঞ্চার, আর প্রশান্তির নিঃশ্বাস। কিন্তু মানুষ সেই প্রকৃতিকেই নিঃশেষ করে দিচ্ছে উন্নয়নের নামে। এক সময় যেখানে বিস্তীর্ণ বনভূমি ছিল, সেখানে এখন কংক্রিটের ইমারত। প্রকৃতি ধ্বংসের এই খেলা চলছে অবিরাম।
বিশ্বজুড়ে বন উজাড়ের হার দিন দিন বেড়ে চলেছে। কোনো জায়গায় নতুন নগরী গড়ে তোলার জন্য, কোথাও শিল্পকারখানার বিস্তারের নামে, আবার কোথাও ব্যবসায়িক স্বার্থে নির্বিচারে গাছ কাটা হচ্ছে। বহু প্রজাতির গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাদের সঙ্গে হারিয়ে যাচ্ছে অসংখ্য প্রাণীর আবাসস্থল। নদীগুলো শুকিয়ে যাচ্ছে, বায়ুদূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছেছে, আর জলবায়ুর চরম বিপর্যয় চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে।
আমরা হয়তো এখনো বুঝতে পারছি না, কিন্তু এই ধ্বংসযজ্ঞের মূল খেসারত আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দিতে হবে। মানুষ যখন সবুজের শেষ কণাটুকু মুছে ফেলবে, তখন হয়তো উন্নত নগরীর বিলাসিতা থাকবে, কিন্তু সেখানে থাকবে না প্রাণের স্পন্দন, থাকবে না নির্মল বাতাস। উন্নয়নের নামে আমরা কি সত্যিই এগোচ্ছি, নাকি নিজেদের ধ্বংসের বীজ বুনে চলেছি—এই প্রশ্নের উত্তর একদিন প্রকৃতি আমাদেরকেই দিয়ে দেবে।