না,পরিবারের জন্য কখনোই প্রেমের মানুষকে ছেড়ে দেয়া উচিত নয়।তার সাথে আপনার কোনো রকের সম্পর্ক নেই,স্বার্থ নেই,নিঃস্বার্থ ভাবে আপনাকে ভালোবাসছে,আপনাকে চাইছে।পরিবারের মানুষ,এমনকি বাবা মা ও শেষ পর্যন্ত থাকবে না,ভাই-বোন যে যার সংসার নিয়ে ব্যস্ত থাকবে,ক'জনই বা আসবে কারো সংসারে ইন্টারফেয়ার করতে?আর ক'দিনই বা ইন্টারফেয়ার করবে?তাই যে কোনো পরিস্থিতি তে প্রেমের মানুষকে প্রাধান্য দিতে হবে।বাবা-মা সবার উপরে,তারা সর্বোচ্চ প্রায়োরিটি পাবেই,কিন্তু তারপরে যে সব চেতে বেশি পাবে সেটি আপনার প্রেমের মানুষ আর তাকে স্বামী/স্ত্রী হিসেবে গ্রহণ করা আবশ্যক।পরিবারের জন্য প্রেমের মানুষকে আঘাত দিয়ে ছেড়ে যাবেন না।পরিণতি ভালো হবে না।